Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী : সামাজিক যোগাযোগমাধ্যম শক্তিশালী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে

হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে এখন বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সময় থেকে।'

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৭:৫৬ পিএম

নবনিযুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে অনলাইন মিডিয়ার ব্যাপক বিকাশ ঘটেছে। 

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচন্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ তাও শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রথমদিন অফিস করতে এসে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে এখন বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সময় থেকে।'

তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, 'রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করবো।' 

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন এ দায়িত্ব দেওয়া হয়েছে।'

এর আগে নব নিযুক্ত তথ্যমন্ত্রী সচিবালয়ে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

   

About

Popular Links

x