Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় পৌঁছেছেন ভারতের নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দীন আহমেদের আমন্ত্রণে স্ত্রী রীনা লনবা ও তিন ভারতীয় প্রতিনিধি সহ ঢাকায় পৌঁছেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লনবা।

আপডেট : ২৪ জুন ২০১৮, ০৫:০১ পিএম

স্ত্রী রীনা লনবা ও তিন ভারতীয় প্রতিনিধি সহ ঢাকায় পৌঁছেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লনবা। 

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দীন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি।

এ সফরে সম্মানিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনবাহিনীর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের নৌবাহিনী প্রধান।

এছাড়াও মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে শিক্ষার্থী অফিসার্স ও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি।

দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও জোড়দার করতেই এ সফরে এসেছেন অ্যাডমিরাল সুনীল লনবা।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দু’দেশের নৌবাহিনী প্রধান একত্রে ‘কো-অরডিনেটেড পেট্রল’ (করপেট) উদ্বোধন করবেন। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত একত্রে এই করপেট পরিচালনা করবে।

এর আগে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ‘আইওএনএস মাল্টিলিটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সার্সাইজ’এ ২০১৭’র নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন অ্যাডমিরাল সুনীল লনবা।   


About

Popular Links