হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্তদের ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
শুক্রবার (১০ মার্চ) রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন তিনি।
এসময় পরিবেশ ও বনমন্ত্রী বলেন, “পার্বত্য অঞ্চলে বিস্তীর্ণ জীববৈচিত্র্য রয়েছে কিন্তু মানুষ যেমন গাছ কেটে বন উজাড় করছে, খাবারের অভাবে হাতিরা লোকালয়ে চলে যাচ্ছে।”
তিনি বন্য হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ৩১ জনের হাতে ৮ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, “যদি বন্য হাতিদের পর্যাপ্ত খাবার দেওয়া হয়, তাহলে তারা লোকালয়ে আসবে না।”
বাংলাদেশের পরিবেশ রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান মন্ত্রী।
“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের জন্য আমাদের বনাঞ্চল ৩০% বৃদ্ধি করতে হবে,” যোগ করেন তিনি।
এর আগে, শুক্রবার সকালে মন্ত্রী বিভাগীয় বন কর্মকর্তাদের জন্য ছয় তলা অফিস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।