Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি

সমাবেশে বক্তারা বলেন, দাওয়াত দিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জন করা উচিত। এগুলো হোটেল ব্যবসার শামিল

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৮:৫১ পিএম

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালি ও সমাবেশ করেছে একটি সামাজিক সংগঠন।

সংগঠনটি বলছে, দাওয়াত দিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জন করা উচিত। এগুলো হোটেল ব্যবসার শামিল।

শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে “চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ” নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুল বলেন, “আমাদের দেশের প্রায় প্রতিটি বিয়ে অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলে টেবিল বসিয়ে রাখা হয়। অতিমাত্রায় এবং উচ্চহারে নগদ টাকা কিংবা উপহার পাওয়ার আশায় নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের দাওয়াত কার্ড দেওয়া হয়। অথচ কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল অনেকে দাওয়াত পান না। আমরা এ সামাজিক বৈষম্যের অবসান চাই।”

তিনি বলেন, “গরিব অভিভাবকের জন্য উপহারের প্রয়োজন আছে। তবে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে দাতা বিব্রত হন। উপহার গোপনে দেওয়া উচিত।”

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বশির পারভেজ, জেনারেল সেক্রেটারি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মমিন খান, যুগ্ম-সম্পাদক মো. ওমর, শিক্ষাবিষয়ক সম্পাদক শাহ আলম প্রধানিয়া প্রমুখ।

About

Popular Links