Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

উখিয়ায় গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

অতিরিক্ত ডিআইজি জানান, সকাল ৮টার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে হামলাকারীর গুলিতে আব্দুর রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

অতিরিক্ত ডিআইজি জানান, সকাল ৮টার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় বলে জানান অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

এদিকে এ ঘটনার দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছান। প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করবে। এছাড়া প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে।

   

About

Popular Links

x