Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল: বিএনপিকে নির্মূল করতে মরিয়া সরকার

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১১:২৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে সরকার ‘দমনমূলক কার্যক্রম’ চালিয়ে বিরোধীদের ‘নির্মূল করার’ চেষ্টা করছে সরকার।

এক বিবৃতিতে তিনি বলেন, "শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।"

একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে ‘বানোয়াট ও ভিত্তিহীন মামলায়’ জেলহাজতে পাঠানোর প্রতিবাদে এ বিবৃতি দেয়া হয়।

ফখরুল অভিযোগ করেন, "জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের বিরোধীদলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে।"

তিনি বলেন, "সাইফুল ইসলাম ফিরোজ এক ‘বানোয়াট’ মামলায় নিম্ন আদালতে জামিন নিতে গেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।"

বিএনপি মহাসচিব অবিলম্বে ফিরোজের বিরুদ্ধে দায়ের ‘বানোয়াট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

   

About

Popular Links

x