Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

'আগামী ৫ বছর হবে পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার বছর'

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজ এলাকায় তাজুল ইসলামের এটিই প্রথম সফর। সফরকালে তিনি মনোহরগঞ্জে মা-বাবার কবর জিয়ারত ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৭:৩০ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির জীবনে আগামী পাঁচ বছর হবে অত্যন্ত চমকপ্রদ বছর। এটি হবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার পাঁচ বছর।

আজ শুক্রবার নিজের নির্বাচনী এলাকা কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'গ্রামগঞ্জে উন্নত জীবনের সব সুবিধা পৌঁছে দেয়া হবে। উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছাব।'

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। আর উন্নত বাংলাদেশ গড়তে হলে গ্রামগঞ্জে থাকা কোটি কোটি মানুষের জীবনমানের উন্নতি করতে হবে। গ্রামকে উন্নত করতে না পারলে শহর উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া যাবে না।’ 

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজ এলাকায় তাজুল ইসলামের এটিই প্রথম সফর। সফরকালে তিনি মনোহরগঞ্জে মা-বাবার কবর জিয়ারত ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About

Popular Links