ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢামেকের নিউরোসার্জারি বিভাগের বাউন্ডারি দেয়ালের পাশে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বয়স আনুমানিক (৬৫) বছর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
সোমবার (২৭ মার্চ) বিকালে লোকজন তার মরদেহ দেখতে পেয়ে ঢামেক পুলিশ ফাঁড়িকে জানান। বেশ কিছু দিন ধরে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখেছেন বলে জানান আশপাশের লোকজন।
মো. বাচ্চু মিয়া বলেন, “বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।”
জোসনা বেগম নামে এক নারী ওই ব্যক্তির সঙ্গে থাকতেন। জোসনা নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন। তারা ভিক্ষাবৃত্তি করতেন। জোসনা বলেন, “মৃতের নাম জাহাঙ্গীর। তার বাড়ি মুন্সিগঞ্জে।”
তিনি বলেন, “মৃতের বোন একটি মোবাইল ফোন নম্বর দিয়ে বলে গেছেন, যদি মরে যায় তাহলে খবর দিও।”