Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার অঞ্জনা (৪০), ফটিকছড়ি উপজেলার সেলিম (৪৫), পটিয়া উপজেলার বৈদ্যপাড়ার বাবুল দে (৬০) ও পটিয়া উপজেলার দোলতপুরের করিম (৫৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোয়ালখালী আরাকান সড়কের শাকপুরা রাইখালী এলাকায় এরিনা কম্পোজিটের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত ও নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। পুলিশ গাড়ি দুইটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটি ময়মনসিংহ থেকে বুধবার বোয়ালখালী উপজেলায় হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিল। রায়খালী সেতু মোড়ে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

About

Popular Links