Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউল্যাবে ক্রিয়েটিভ রাইটিং সার্টিফিকেট কোর্স

কোর্সটি চলবে ২৯জুন থেকে ১৪ জুলাই, ২০১৮ পর্যন্ত।

আপডেট : ২৪ জুন ২০১৮, ১০:১৯ পিএম

ইউনিভারসিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ একটি ক্রিয়েটিভ রাইটিং সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে। উক্ত কোর্সটি ২৯জুন থেকে ১৪ জুলাই, ২০১৮ অব্দি চলমান থাকবে। 

তিন-সপ্তাহ ব্যাপী পরিচালিত হতে যাওয়া এই ওয়ার্কশপে পরিকল্পিত সেশনগুলো নিবেন উপন্যাস, সৃজনশীল তথ্যভিত্তিক সাহিত্য, কবিতা এবং নাট্য জগতের বিশিষ্ট লেখকগণ। উদীয়মান উপন্যাস লেখক, কবি এবং অনুবাদকদের জন্য তাদের কলা-কৌশল ঝালাই করে নেয়ার একটি অনন্য সুযোগ এই কোর্সটি।

এই ওয়ার্কশপে অংশগ্রহণমূলক সেশনগুলো পরিচালিত হবে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফকরুল আলম, কায়সার হক, আজফার হুসাইন, কাজি আনিস আহমেদ, রাজিয়া সুলতানা খান, শামসাদ মর্তুজা, এবং নৌশিন ইউসুফ সহ প্রমুখ গুণীলেখকদের সানিধ্যে। অংশগ্রহণকারীদের নির্বাচিত কাজসমূহ ইউল্যাবের পরিকল্পিত সঙ্কলনে লিপিবদ্ধ করা হবে। 

একজন লেখকের লেখনীর দক্ষতা বৃদ্ধিতে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে কায়সার হক বলেন, ‘বলা হয়ে থাকে লেখকেরা জন্ম নেন, তাদের তৈরি করা হয়না। তবে এটা বলা হয়ত আরো উপযুক্ত হবে যে এমন অনেকেই আছে যারা লেখনীর চমৎকার সম্ভাবনা নিয়ে জন্মায়। এই সম্ভাবনাগুলোকে বুঝতে হবে, এবং একটি ভাল ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রাম অথবা কোর্স কিম্বা ওয়ার্কশপ এই লক্ষ্যে সহায়ক ভুমিকা পালন করতে পারবে। আমরা প্রতিভা তৈরি করতে পারবনা, তবে আশপাশের প্রতিভাগুলোকে লেখনীর এবং স্ব-সম্পাদনার বিভিন্ন কৌশল শিখিয়ে দেবার মাধ্যমে পরিপূর্ণভাবে বিকশিত হবার সুযোগ করে দিতে পারি। আমরা ওদের সুযোগগুলো কোথায়, কিভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়ে আলোচনার মাধ্যমে ভাল লেখকদের অভ্যাস নিয়ে হিতাহিত পরামর্শ দিতে পারি। আর এভাবেই নির্দেশক, এবং অন্যান্য অংশগ্রহণকারীদের উপস্থিতিতে একজন উদীয়মান লেখক তার সত্যিকার লেখককে আরও পরিপূর্ণরূপে জানতে পারবে’।

এই কোর্সটির রেজিস্ট্রেশন ফি ১২টি সেশনের জন্য ১০ হাজার টাক। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭ জুন, ২০১৮। এই সম্পৃক্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন কোর্স কোঅর্ডিনেটর বুশরা মেহনাজের সাথে। ইমেইলঃ[email protected], ফোন নম্বরঃ ০১৬১৫৭৭৪৬৭২।


   

About

Popular Links

x