Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাণিজ্য কার্যক্রম ২৪ এপ্রিল পুনরায় শুরু হবে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৪০ পিএম

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন (১৯-২৩ এপ্রিল) আমদানি-রপ্তানিসহ কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “এই সময়ের মধ্যে কাস্টমস ও অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে এবং ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ জন্য প্রস্তুত রাখা হয়েছে।”

“বাণিজ্য কার্যক্রম ২৪ এপ্রিল পুনরায় শুরু হবে।”

এছাড়া ঈদের আগে ও পরে তিন দিন ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে বলে জানান তিনি।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান।

   

About

Popular Links

x