Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

সবুজবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৪৯ পিএম

ঢাকার সবুজবাগের রাজারবাগ কালীবাড়ি এলাকায় আসমা আক্তার আয়েশা (১৮) নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

আসমা আক্তার আয়েশা বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পশ্চিম ডেকরা গ্রামে। তারা বাবার নাম বাদশা মিয়া। তিনি সবুজবাগের রাজারবাগ এলাকার একটি টিনশেড বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, প্রায় এক বছর আগে আসমার বিয়ে হয়। তার স্বামী আসলামের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এ কারণে স্বামীর ওপর অভিমান করে নিজ কক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন আসমা। পরে আসলাম তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x