Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনা কমেছে ৫০%

সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪১ পিএম

মার্চের তুলনায় এপ্রিল মাসে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ৫০% কমেছে।

মার্চের তুলনায় এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ৫৫.৫৩% কম।

রবিবার (৩০ এপ্রিল) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি ২২টি জাতীয় সংবাদমাধ্যম, ২০টি টেলিভিশন চ্যানেল, ৮৮টি স্থানীয় নিউজ পোর্টাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১ এপ্রিল থেকে রবিবার (৩০ এপ্রিল) পর্যন্ত মোট ৪৩১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এতে ৪৩৫ জন আহত হয়েছে এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।

এই মাসে মোট ২,৫০৬টি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় ২,৫২৭ জন আহত হয়েছে ও ৪৫১ জন মারা গেছে।

প্রায় ৬৪৫টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৩৬৮ জন আহত ও ৪৩ জন মারা গেছে।

ইতিমধ্যে, ৮০৮টি বাস দুর্ঘটনায় ৯৪৩ জন আহত ও ২৮২ জনের মৃত্যু হয়েছে।

এসবের কারণ হিসেবে চালকদের গতি সীমা উপেক্ষা করা, বিরতি নিতে ব্যর্থ হওয়া ও বিভিন্ন ড্রাইভিং নিয়ম লঙ্ঘনকে দায়ী করা হয়েছে।

সেভ দ্য রোডের তথ্য অনুযায়ী, মার্চ মাসে বিভিন্ন কর্মসূচির কারণে মোটরসাইকেল দুর্ঘটনা কিছুটা কমলেও ৯৮৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯০৬ জন আহত ও ৮৮ জন নিহত হয়েছেন।

About

Popular Links