Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফুটন্ত কড়াইয়ে পড়ে তরুণের মৃত্যু

আচমকা তিনি গরম কড়াইয়ে পড়ে যান

আপডেট : ০১ মে ২০২৩, ০৯:১৯ পিএম

ভারতের তামিলনাড়ুতে গরম কড়াইয়ে পড়ে দগ্ধ হয়ে এক তরুণের নির্মম মৃত্যু হয়েছে।

সম্প্রতি রাজ্যের তিরুভাল্লুর জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৩০ এপ্রিল) তার মৃত্যু হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

মারা যাওয়া তরুণের বয়স ২১ বছর। তিনি কলেজ শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন।

পুলিশ বলেছে, গত সপ্তাহে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশন করছিলেন ওই তরুণ। তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি আচমকা গরম রসমের কড়াইয়ে পড়ে যান।

রসম একটি সুস্বাদু দক্ষিণি খাবার। রস বা স্যুপ–জাতীয় এই খাবার গরম–গরম পরিবেশন করা হয়। তামিলনাড়ুর ওই বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের পরিবেশনের জন্য রসম প্রস্তুত করা হয়েছিল।

গুরুতরভাবে দগ্ধ তরুণকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

পুলিশ বলছে, এই ঘটনায় একটি মামলা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।

About

Popular Links