Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

তিনজন তাদের বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়

আপডেট : ১২ মে ২০২৩, ০৫:০১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- সোহেল ফকিরের ছেলে শারমিন (৬), রুমান (৮), রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের মতে, তিনজন তাদের বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা শারমিনকে পুকুরে ভাসতে দেখেন। অনেক খোঁজাখুঁজির পর, অন্য শিশুদের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

About

Popular Links