Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ শহর ঢাকা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়

আপডেট : ২০ মে ২০২৩, ১০:০১ এএম

ঢাকার বায়ুদূষণ কোনোভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না। “অস্বাস্থ্যকর” বাতাস নিয়ে  শনিবার (২০ মে) বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

সকাল ৯টা ১২মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৫৫। শুক্রবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এদিন একিউআই স্কোর ছিল ১৬৬।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৭৪। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৮। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার, স্কোর ১৫৯। পঞ্চমে সৌদি আরবের রিয়াদ, স্কোর ১৫৮।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

About

Popular Links