Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রচণ্ড গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা

আপডেট : ২১ মে ২০২৩, ১১:৪৫ পিএম

তীব্র তাপদাহে যখন হাঁসফাঁস জনজীবন, তখন স্বস্তির বৃষ্টি আর্শীবাদ হয়ে এসেছে ব্যস্ত নগরীতে।

বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, বর্ষাকালের আগে এ ধরনের রোদ-বৃষ্টির আবহাওয়া বেশ সাধারণ। বর্ষা আসার আগে এ ধরনের আবহাওয়া বেশি দেখা যায়। অন্যত্র তাপমাত্রা কমলেও কোথাও কোথাও সারাদিন রোদে পুড়েছে। এই আবহাওয়া এই সপ্তাহ জুড়ে স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা জুড়ে হালকা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য সারা দেশে খুব বেশি পরিবর্তন নাও হতে পারে।

About

Popular Links