Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে ঢাকার বনানী চেকপোস্টে আশরাফ উজ্জামান রনি নামে এক পুলিশ কনস্টেবল ‘আত্মহত্যা’ করেছেন

আপডেট : ২৫ মে ২০২৩, ০৯:৪৭ এএম

ঢাকার বনানী চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আশরাফ উজ্জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল “আত্মহত্যা” করেছেন।

গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

ঢাকা ট্রিবিউনকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

মৃত পুলিশ সদস্যের সহকর্মীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, “বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটিতে ছিলেন আশরাফ উজ্জামান। সেখানে ওয়াশরুমে গিয়ে তার নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে ‘আত্মহত্যা' করেছেন। সে সময় সেখানে তিনি একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।” 

তিনি জানান, মৃত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আশরাফ উজ্জামান ২০২০ সালে চাকরিতে যোগদান করেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনসে। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

পুলিশের ধারণা, পারিবারিক কোনো কারণ থেকে হয়তো আশরাফ আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x