Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে কিশোরের মৃত্যু

পথচারীরা বলছেন, সকালে মহাখালীর নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়

আপডেট : ২৯ মে ২০২৩, ০৪:০৮ পিএম

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে এক অজ্ঞাত কিশোরের (১২) মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি। গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে আবদুল কাদের ইমন নামের এক পথচারী স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক হওয়ায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বেলা সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর।

পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

   

About

Popular Links

x