Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজিমপুর কবরস্থানের এক ও দুই নম্বর গেটের মাঝখানে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৩৭ পিএম

ঢাকার আজিমপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে করা হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। পরনে ছিল সাদা চেক লুঙ্গি।

শনিবার (৩ জুন) বিকালে আজিমপুর কবরস্থানের সামনে ফুটপাত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হুজাইফা হোসাইন বলেন, “শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আজিমপুর কবরস্থানের এক ও দুই নম্বর গেটের মাঝখানে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।”

এসআই বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x