Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেলাপোকা মারার ওষুধে দুই ভাইয়ের মৃত্যু: কীটনাশক কোম্পানির দুই কর্মকর্তা গ্রেপ্তার

পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন

আপডেট : ০৬ জুন ২০২৩, ০২:৩৪ পিএম

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া “তেলাপোকা মারার ওষুধের” বিষক্রিয়ায় দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। বালাইনাশক কোম্পানি “ডিসিএস অর্গানাইজেন লিমিটেডের” বিরুদ্ধে হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) রাতে ওই দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদ উল্লাহ।

এর আগে গত রবিবার ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন।

পুলিশ জানিয়েছে, পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে “ডিসিএস অর্গানাইজেন লিমিটেড” নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা। সেই ঘটনায় ওই দুই কিশোরের মৃত্যু হয়।

আরও পড়ুন- ঘরে ছেটানো ‘তেলাপোকা মারার ওষুধে' প্রাণ হারালো স্কুলপড়ুয়া দুই ভাই

দুই কিশোরের মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ওষুধের বিষক্রিয়ায় ওই দুই কিশোরের পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়েছিল।

অভিযোগের বিষয়ে ডিসিএস অর্গানাইজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমীন সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনাটি দুঃখজনক। কীভাবে দুই শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের প্রতিষ্ঠান সকল নিয়ম মেনেই ওই বাড়িতে পেস্টিসাইড দিয়েছে। আমরা মেডিকেল রিপোর্টসহ কোনো রিপোর্টই এখন পর্যন্ত পাইনি। রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যু কীভাবে হয়েছে জানা যাবে।”

   

About

Popular Links

x