Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

৪১ বছর বয়সী মুমুর মরদেহ বাসার বাথরুমের জানালার সঙ্গে রশির সঙ্গে ঝুলছিল

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৩:৫২ পিএম

ঢাকার বনানীর বাসা থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে শাহরিয়ার কবিরের মহাখালীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করেন তারা।

তিনি বলেন, “৪১ বছর বয়সী মুমুর মরদেহ বাসার বাথরুমের জানালার সঙ্গে রশির সঙ্গে ঝুলছিল।”

“তিনি আত্মহত্যা করেছেন। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে শাহরিয়ার কবিরের পরিবারের কারো বক্তব্য জানা যায়নি।

About

Popular Links