Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে বেড়েছে শিশুমৃত্যু

২০২১ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২ জন, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে

আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:৫৬ পিএম

দেশে শিশুমৃত্যুর হার বেড়েছে। ২০২১ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২ জন, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। একইসঙ্গে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহারও বেড়েছে। ২০২১ সালে এই মৃত্যুহার ছিল প্রতি হাজারে ২৮ জন, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর ফল প্রকাশিত হয়। সেখানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

সারাদেশে ২,০১২টি ইউনিট, ৩ লাখ ৬,৯৫৪টি খানা এবং ১৩ লাখ ২,৭৮৮ জনের ওপর জরিপ চালিয়ে প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করে বিবিএস।

অন্যদিকে ২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু ৭২.৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পুরুষের গড় আয়ু এখন ৭০.৮ বছর, আর নারীর গড় আয়ু ৭৪.২ বছর। 

জরিপে আরও দেখা গেছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার কিছুটা বেড়েছে। ২০২১ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫.৭, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৮।

About

Popular Links