Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভুয়া নামে লিজ নেওয়ায় চট্টগ্রামে ‘শিবিরের কোচিং’ উচ্ছেদ

চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার বলেন, ইসলামী ছাত্রশিবির অবৈধভাবে কোচিং সেন্টারটি পরিচালনা করছিল

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:১৮ পিএম

ভুয়া নামে লিজ নেওয়ায় চট্টগ্রামে খাস জমি থেকে ইসলামী ছাত্রশিবির পরিচালিত “প্রবাহ কোচিং সেন্টার” নামের একটি প্রতিষ্ঠানকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবির অবৈধভাবে কোচিং সেন্টারটি পরিচালনা করছিল।”

তিনি বলেন, খাস জমিতে কোচিং সেন্টারটি পরিচালনা করা হচ্ছিল। ওই ৯ শতক জমি ২০০৭ সালে আজিজুর রহমান ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটকে ইজারা দেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে দোতলা ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভবনে থাকা আসবাব ও বাসনপত্র কোচিং সেন্টার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিভিত্তিক পাঠদান করা হয় এ কোচিং সেন্টারে। নগরীর বিভিন্ন স্থানে এ কোচিং সেন্টারের শাখা আছে।

   

About

Popular Links

x