Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্রেনের দড়ি ছিঁড়ে ডেমরায় তিন শ্রমিকের মৃত্যু

ডেমরা থানার পরিদর্শক জানান, শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। সে সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে একটি ক্রেন নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:৫২ পিএম

ঢাকার ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক।

তিনি জানান, “একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।”

ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার সংবাদমাধ্যমকে জানান, শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। সে সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে নিচে পড়ে একটি ক্রেন। এতে চাপা পড়ে ওই তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

About

Popular Links