Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মৃত বৃদ্ধের পরিচয় জানা যায়নি

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৬:১০ পিএম

ঢাকার খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরের দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার পরনে চেক লুঙ্গি ও পাঞ্জাবি ছিল।

বৃদ্ধকে হাসপাতালে আনা তৌহিদুল ইসলাম নামে এক পথচারী বলেন, রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেকে আনি। স্থানীয়রা জানান ওই বৃদ্ধ নিজেই ট্রেনের দিকে ঝাঁপ দিয়েছিলেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ট্রেনের ধাক্কায় আহত হয়ে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x