Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার দুই সিটির ২১ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

দক্ষিণ সিটির আটটি ওয়ার্ড এবং উত্তর সিটির ১৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৮:৩১ পিএম

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দুপুর দুইটা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করার পর বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ২১টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য পাওয়া গেছে।

এরমধ্যে দক্ষিণ সিটির আটটি ওয়ার্ড এবং উত্তর সিটির ১৩টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্যমতে ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭, ৪৩, ২৬ ও ১৬ নম্বর ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই সিটির মেয়র।

ডিএসসিসি ও ডিএনসিসি জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এরমধ্যে ডিএসসিসি দুপুর দুইটা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি আট ঘণ্টায় এ বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

About

Popular Links