Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ অক্টোবর

ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৩৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ক্যাম্পেইনে গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওইদিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এই কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম অব্যাহত থাকেনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

About

Popular Links