প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা গুজব সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো তৈরি করে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার একটি ক্ষুদে বার্তার মাধ্যমে প্রতারকদের গ্রেফতারের কথা নিশ্চিত করে র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন জাতীয় নেতার নামেও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র্যাব।