Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও হাসপাতালে হেফাজতে ইসলামের আমির

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৯:০৯ এএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে অসুস্থ অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দলটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “হাসপাতালে ভর্তির পরই তার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রবিবারের ভেতরই এর ফল পাওয়া যাবে। তখনই বোঝা যাবে তার কী ধরনের চিকিৎসা প্রয়োজন।”

এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৫ অক্টোবরও শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন আল্লাম মুহিবুল্লাহ।


About

Popular Links