Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

আরমানিটোলায় মেয়ের স্কুলে মিললো মায়ের মরদেহ

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম

রাজধানীর আরমানিটোলায় আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি নির্মাণাধীন ভবনে এক নারীর মরদেহ পাওয়া গেছে। মৃত নারীর মেয়ে ওই স্কুলেরই ৫ম শ্রেণির শিক্ষার্থী। মৃত নারীর নাম পারভীন বেগম। তিনি সিদ্দিকবাজার এলাকার বাসিন্দা ছিলেন।

রবিবার (২৬ ডিসেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্কুলের নির্মাণাধীন ভবনের নিচতলায় তার মরদেহ পাওয়া যায়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।

এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে রবিবার সকালে পারভীন বেগম বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। আজ সকালে স্কুলের এক কর্মচারী নির্মাণাধীন ভবনের নিচতলায় তার মরদেহ দেখতে পান। মরদেহের পাশে কীটনাশকের খোলা বোতল ও ঠিকানা লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

তিনি আরও জানান, পুলিশ ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। রবিবার দুপুর দেড়টার দিকে তিনি স্কুল ভবনে ঢুকেছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

About

Popular Links