Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হোস্টেলের নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৭:৩৪ পিএম

কুষ্টিয়া মেডিক্যাল কলেজে হোস্টেলের নির্মাণাধীন ছাদ ধসে বজলু রহমান প্রামাণিক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন শ্রমিক। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের মোল্লা তেঘরিয়া হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার ভাদু প্রমাণিকের ছেলে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন জানান, ইতোমধ্যে ৪ জন গুরুতর আহতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। অন্য দু'জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় মেডিক্যাল কলেজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমিটিতে থাকবেন। 

তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

About

Popular Links