Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বামীকে ফাঁসাতে নিজ সন্তানকে অপহরণের নাটক

তদন্তে বেরিয়ে আসে যে স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে মামলার বাদী নিজেই তার সন্তানকে লুকিয়ে রেখেছেন 

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৩৪ পিএম

খাগড়াছড়িতে স্বামীকে ফাঁসাতে নিজ সন্তানকে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজানোর দায়ে বিলকিছ বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে বলে ইউএনবির একটি খবরে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিজ সন্তান আশিককে (৯) অপহরণের অভিযোগে গত ১৫ জানুয়ারি নিজে বাদী হয়ে স্বামী জাকির হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন বিলকিছ বেগম। 

তবে, পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে মামলার বাদী বিলকিছ  বেগম নিজেই আশিককে চাঁদপুরে তার বাবার বাড়িতে লুকিয়ে রেখেছেন। 

এর প্রেক্ষিতে ঘটনার ভুক্তভোগী শিশু আশিককে আদালতে হাজির করে তার জবানবন্দীর প্রেক্ষিতে বিলকিছ বেগম ও তার পিতাকে আটক করে পুলিশ।

মামলা প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, মূলত পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। মিথ্যা মামলা দেয়ার কারণে বৃহস্পতিবার বাদী বিলকিছ বেগম ও তার পিতাকে আটক করে আদালতে পাঠানো হয়।

   

About

Popular Links

x