Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

চুরির মালামাল বাটোয়ারায়ও ‘বেইমানি’, গুলিতে আহত ১

সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত মনোয়ারা জুট মিলস থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল একটি চক্র

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০১:১৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির মালামালের ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে গুলিতে মো. নুর নবী (২৫) নামে এক যুবক আহত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ নুর নবী ও সাহেব আলী পলাতক আসামি। তারা সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত মনোয়ারা জুট মিলস থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর রাতে ওই মিলের মালামাল চুরির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়।

সূত্র আরও জানায়, সোমবার রাত ৮টার দিকে আটিগ্রাম এলাকায় চোর চক্রের সদস্য সাহেব আলীর সঙ্গে চোরাই মালামালের ভাগবাটোয়ারা নিয়ে নুর নবীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর নবী সাহেব আলীকে দা দিয়ে আঘাত করে। জবাবে সাহেব আলী তার কাছে থাকা অস্ত্র দিয়ে নুর নবীকে গুলি করে পালিয়ে যায়। এ সময় নূর নবীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  জানান, চুরির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নূর নবীকে গুলি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

   
Banner

About

Popular Links

x