Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৯:০৪ পিএম

স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।  স্বাস্থ্য পরীক্ষার পর সেখানেই ভর্তি করা হয় তাকে। 

এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

এ সময় বেগম জিয়ার সঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুনসহ চিকিৎসক দলের কয়েকজন সদস্যও হাসপাতালে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এদিকে, খালেদা জিয়ার আসার কথা জেনে এভারকেয়ার হাসপাতালে চারপাশে বিকেল থেকেই জড়ো হতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানিয়েছে, শারীরিক অসুখগুলো ঘুরে-ফিরে আসছে খালেদা জিয়ার। মাঝে মাঝেই আসছে জ্বরও। সেরে ওঠেনি পুরনো অসুখগুলোও। এসব মিলিয়েই তাই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন তিনি। 

তবে, খালেদা জিয়াকে হাসপাতালে কতদিন ভর্তি থাকতে হবে তা পরীক্ষাগুলোর রিপোর্ট পেলেই জানা যাবে।

উল্লেখ্য, এ বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। উচ্চ আদালতে তা আরও পাঁচ বছর বাড়ানো হয়। তবে, সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় তাকে। গত সেপ্টেম্বরে মাসে চতুর্থ দফায় তার মুক্তির সীমা বৃদ্ধি করা হয়েছে।

   

About

Popular Links

x