Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার

তবে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫% রেখে দেওয়া হয়েছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৮:৫১ পিএম

দাম বাড়তে থাকা পেঁয়াজের ৫% আমদানি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫% রেখে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাাপনে স্বাক্ষর করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ ছাড়া অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমানো হয়েছে। বর্তমানে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০%। এটি কমিয়ে ২০% করা হয়েছে।

এর আগে বাংলাদেশ ট্যারিফ কমিশন পেঁয়াজ ও চিনির ওপর শুল্ক কমানোর সুপারিশ করেছিল। পরে পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলে শুল্ক-কর কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসেও এনবিআর পেঁয়াজে আমদানি শুল্ক প্রত্যাহার করেছিল। তখন শুল্ক প্রত্যাহারের মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। এপ্রিল মাস থেকে আবার পেঁয়াজের আমদানি শুল্ক ৫% পুনর্বহাল করা হয়।

   

About

Popular Links

x