Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় খালে ডুবে দিনাজপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিহত মোছাব্বির হোসেন ফাহিম দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৪:৪৭ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর খালে গোসল করতে যেয়ে মোছাব্বির হোসেন ফাহিম (২২) নামে দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন।  

শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দীঘলকান্দি প্রেম যমুনা ঘাটের পাশে এ ঘটনা ঘটে। 

ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। সারিয়াকান্দি সদর ইউনিয়নের মেম্বার মনিরুজ্জামান বাবু ঢাকা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে মনিরুজ্জামান বাবু জানান, শুক্রবার ফাহিম ও তার খালোতা ভাই মোহায়মেনিন সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। এরপর শনিবার সকাল ৮টার দিকে নানা বাড়ির কাছেই প্রেম যমুনা ঘাটের পাশে খালে গোসল করতে যান তারা।  

এ সময় ফাহিম গোসল করতে খালে নামেন, একপর্যায়ে খালে ডুবে যান তিনি।  

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে তার আগেইফাহিমকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে  স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

   
Banner

About

Popular Links

x