প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০৫:১৭ পিএমআপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৫:২০ পিএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে।
একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।
রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যু ও শনাক্তের উভয় সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। শনিবারের দেওয়া তথ্যে আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্য হয়েছিল, শনাক্ত হয়েছিল ২৯৩ জন।
তবে শনাক্তের হার কিছুটা কমেছে। আগের দিন শনাক্তের হার ১.৮৮% হলেও আজ তা ১.৭৪% এ নেমে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৭৪%।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।
২৪ ঘণ্টায় বেড়েছে দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন, শনাক্ত ৩১৪, শনাক্তের হার ১.৭৪%
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে।
একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।
রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যু ও শনাক্তের উভয় সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। শনিবারের দেওয়া তথ্যে আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্য হয়েছিল, শনাক্ত হয়েছিল ২৯৩ জন।
তবে শনাক্তের হার কিছুটা কমেছে। আগের দিন শনাক্তের হার ১.৮৮% হলেও আজ তা ১.৭৪% এ নেমে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৭৪%।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।