Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

জানাজায় গিয়ে লাশ হয়ে ফিরলেন তারা

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৫:২০ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের জয়নারানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শ্রীপুরের কাজল সরদার (৩০) ও শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্ৰামের আবুল কালাম (৪০)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন কালাম ও কাজল। একপর্যায়ে তারা শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের জয়নারানপুর কয়েল কারখানা সংলগ্ন স্থানে পৌঁছুলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে  তাদের । এতে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই কাজল মিয়া মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে কালাম মিয়ার মৃত্যু হয়।

   

About

Popular Links

x