Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:৩৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। রবিবার (১৭ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিনজন নেতার কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই তিন নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহসান পিয়াল এবং সহ-সম্পাদক ফারজানা ইয়াসমিন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘‘জাবি ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে জাহাঙ্গীরনগরে সাধারণ সম্পাদক না থাকায় আমরা এতদিন কর্মী সম্মেলন করার সুযোগ পাইনি। ইতোমধ্যে সভাপতি ও সম্পাদক প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করেছি। এরপর কর্মীসভা করে আমরা নতুন কমিটি ঘোষণা করব।’’

তিনি আরও বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীলতার সবচেয়ে বড় একটা অঙ্গন। সেখানে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাসহ বাংলাদেশের মূলনীতির আলোকে শেখ হাসিনা যে বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছেন, এই লক্ষ্য বাস্তবায়নে যাদের আমরা যোগ্য হিসেবে মনে করব, তাদের দায়িত্ব দেবো।’’

উল্লেখ্য, ২০১৬ সালের সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৭ সালের ২৮ এপ্রিল ২১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

   
Banner

About

Popular Links

x