বন্দর নগরী চট্টগ্রামের একে খান মোড়ের একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে ভিক্টোরিয়া জুট মিল নামের ওই কারখানায় আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জসিম উদ্দিন জানিয়েছেন, ১৫টি ইউনিট থেকে সমপরিমাণ গাড়ি সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলবাহিনী।