Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান ও বসতঘর

অগ্নিকাণ্ডে প্রায় বত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৬:১৫ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের চিড়াপাড়া ব্রিজ সংলগ্ন টেম্পুষ্টান্ডের পাশে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় বত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ইমরান হোসেন।

তিনি বলেন, “রাত ১২টার দিকে পারভেজের মুদি ও চায়ের দোকানে থাকা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।”

এরপর তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯ টি দোকানের মধ্যে মুদি, ওষুধ ও কীটনাশকের দোকান রয়েছে। এছাড়া দোকান লাগোয়া ৩টি বসতঘর পুড়ে গেছে। 

ইমরান হোসেন জানান, বসত ঘরের মালামাল সরাতে গিয়ে এক নারী অসুস্থ্ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আগুন নেভাতে গিয়ে বাজারের পাহারাদারও আহত হয়েছেন। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের আগুন নেভাতে সহযোগিতা করেন।

   
Banner

About

Popular Links

x