আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
ঘটনার পর থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ ওই ছেলে পলাতক রয়েছে
প্রতীকী ছবি
রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০৭:৫০ পিএমআপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৭:৫৩ পিএম
সাভারের আশুলিয়ায় “মানসিক ভারসাম্যহীন” ছেলের হাতে বটির কোপে বাবা নুর মোহাম্মদ (৭০) নিহত হয়েছেন। সে শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। ঘটনার পর থেকে “মানসিক ভারসাম্যহীন” ওই ছেলে পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার হামিদ জানান, নিহতের প্রথম স্ত্রীর ছেলে আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার স্ত্রী রাতে তার সঙ্গে ঘুমাতেন না। বাবা নুর মোহাম্মদ তাকে নিয়ে ঘুমাতেন। সোমবার (১৮ অক্টোবর) রাতে নুর মোহাম্মদ বাড়ির দ্বিতীয়তলায় ছেলের ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার ভোর রাতে বটি দিয়ে আঘাত করে বলে জানা গেছে।
পরবর্তীতে, আশঙ্কাজনক অবস্থায় নুর মোহাম্মদকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা নুর মোহাম্মদ ২০০৬ সাল থেকে তার চিকিৎসা করে আসছে। এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
ঘটনার পর থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ ওই ছেলে পলাতক রয়েছে
সাভারের আশুলিয়ায় “মানসিক ভারসাম্যহীন” ছেলের হাতে বটির কোপে বাবা নুর মোহাম্মদ (৭০) নিহত হয়েছেন। সে শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। ঘটনার পর থেকে “মানসিক ভারসাম্যহীন” ওই ছেলে পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার হামিদ জানান, নিহতের প্রথম স্ত্রীর ছেলে আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার স্ত্রী রাতে তার সঙ্গে ঘুমাতেন না। বাবা নুর মোহাম্মদ তাকে নিয়ে ঘুমাতেন। সোমবার (১৮ অক্টোবর) রাতে নুর মোহাম্মদ বাড়ির দ্বিতীয়তলায় ছেলের ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার ভোর রাতে বটি দিয়ে আঘাত করে বলে জানা গেছে।
পরবর্তীতে, আশঙ্কাজনক অবস্থায় নুর মোহাম্মদকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা নুর মোহাম্মদ ২০০৬ সাল থেকে তার চিকিৎসা করে আসছে। এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।