Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনা মেডিকেলের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুদক তার বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন ও গোপন করার উদ্দেশে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলা করেছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৮:০২ পিএম

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এসএম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো.শহিদুল ইসলাম এ আদেশ জারি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার আইনজীবী খন্দকার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “তাকে গ্রেপ্তার করতে না পারলে বাড়ির মালামাল বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।”

মামলার বিবরণে জানা গেছে, “সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকালে এসএম গোলাম সরকারি অর্থ আত্মসাৎ করেন।” 

দুদক তার বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন ও গোপন করার উদ্দেশে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের।

   

About

Popular Links

x