Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ত্রাণ

এছাড়া মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর জন্য ২০০ প্যাকেট শুকনো এবং অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৯:২৭ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকার বাড়ি নির্মাণের জন্য ১০০ বান্ডেল ঢেউটিন এবং এবং নগদ ৩ লাখ টাকা বরাদ্দ করেছে।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এছাড়া মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর জন্য ২০০ প্যাকেট শুকনো এবং অন্যান্য খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে।”  

ইতোমধ্যে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢেউটিন, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বরাদ্দ করেছে।  

অন্যদিকে, খাদ্যদ্রব্যের প্যাকেটের মধ্যে আটটি খাদ্যসামগ্রী রয়েছে। যার মধ্যে ১০ কেজি মিনিকেট চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি আয়োডিনযুক্ত লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, ১০০ গ্রাম গুঁড়া মরিচ, ২০০ গ্রাম গুঁড়া হলুদ এবং ১০০ গ্রাম গুঁড়া ধনিয়া রয়েছে।  

খাবারের প্রতিটি প্যাকেটে চারজনের একটি পরিবার এক সপ্তাহ চালানো যাবে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা জারি করা হয়েছে।”

   

About

Popular Links

x