প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৯ পিএমআপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৯ পিএম
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. দীপু মনি বলেছেন, পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এবং জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক “সম্প্রীতি সমাবেশে” অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “দুর্গাপূজা সবার উৎসব, ঠিক যেমন পহেলা বৈশাখ।”
দেশব্যাপী ঘটা সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ২০০১, ২০০৪, ২০১৩ ও ২০১৪ সালের ঘাতকরাই আগামী নির্বাচনের আগে এ ঘটনা ঘটিয়েছে। তারা সবাই এক ও অবিচ্ছেদ্য।
তিনি আরও বলেন, তাদের শত্রু দেশ, স্বাধীনতা ও দেশের মানুষ। তাই পাকিস্তানিদের মতোই ধর্মের দোহাই দিয়ে এসব করে সমাজে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক এবং মন্দিরে হামলাকারীদের রুখে দিতে একত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি, পৌর চেয়ারম্যান জিল্লুর রহমান জুয়েল, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বি. এইচ. এম. কবির আহাম্মদসহ প্রমুখরা।
শিক্ষামন্ত্রী: পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. দীপু মনি বলেছেন, পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এবং জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক “সম্প্রীতি সমাবেশে” অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “দুর্গাপূজা সবার উৎসব, ঠিক যেমন পহেলা বৈশাখ।”
দেশব্যাপী ঘটা সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ২০০১, ২০০৪, ২০১৩ ও ২০১৪ সালের ঘাতকরাই আগামী নির্বাচনের আগে এ ঘটনা ঘটিয়েছে। তারা সবাই এক ও অবিচ্ছেদ্য।
তিনি আরও বলেন, তাদের শত্রু দেশ, স্বাধীনতা ও দেশের মানুষ। তাই পাকিস্তানিদের মতোই ধর্মের দোহাই দিয়ে এসব করে সমাজে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক এবং মন্দিরে হামলাকারীদের রুখে দিতে একত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি, পৌর চেয়ারম্যান জিল্লুর রহমান জুয়েল, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বি. এইচ. এম. কবির আহাম্মদসহ প্রমুখরা।