Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে পাটের গুদামে আগুন, ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০২:৩৬ পিএম

গাজীপুরের কালীগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামটির মালিক। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামীম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড়ে পাট ব্যবসায়ী মহসীন হোসেনের পাটের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পাট ব্যববসায়ী মহসীন হোসেন জানান, ভোর সাড়ে ৫টায় তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার গুদামে প্রায় ৯শ’ মণ পাট ছিল। আগুনে প্রায় ৬শ’ মণ পাট পুড়ে গেছে। গুদাম ঘরের আসবাবপত্রসহ তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।   

শামীম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

   

About

Popular Links

x