Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

ঘটনাস্থলেই গাড়ীর চালকসহ তিন জন মৃত্যুবরণ করেন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:২৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর পরিদর্শক মনির হোসেন ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়ী চালক মো. সুজন (২৮), মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার শামীম হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলার হাট থানার শহিদুল ইসলাম (২৭)।

মনির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই গাড়ীর চালকসহ তিন জন মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

   
Banner

About

Popular Links

x