Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহে নিজের গুলিতে বিজিবি সদস্যের `আত্মহত্যা’

মৃত্যুর আগে ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট করেন ওই বিজিবি সদস্য

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১২:০৪ পিএম

ময়মনসিংহে নিজের গুলিতে এক বিজিবি সিপাহী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সোহরাব হোসাইন চৌধুরী (২৩)।

শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৮টা ৩ মিনিটে ফেসবুকে পোস্ট দেয়ার পর রাত ৯টায় ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে নিজের গুলিতে আত্মহত্যা করেন বলে জানা গেছে। 

এব্যাপারে শনিবার অফিসিয়ালি তথ্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়ন এর সিইও লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আত্মহত্যার ঘটনাটি শুনেছেন। কিন্তু, কি কারণে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

 জানা যায়, নিজ বেতনের টাকায় সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় ক্ষোভে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে আত্মহত্যার পথ বেছে নেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে লিখেন, “সাতটা বছর মানসিক যন্ত্রণা আর অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এইবার একটু রেস্ট দরকার। আমার পরিবার, সহকর্মী সিনিয়র-জুনিয়র, আমার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নিকৃষ্ট কাজের জন্য পারলে ক্ষমা করবেন, এছাড়া বিকল্প কোনও পথ আমার ছিল না।”  

About

Popular Links