Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী : সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না

সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে।

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:৪৯ পিএম

সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবার তিনি সুশাসনের প্রতি নজর রাখবেন। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সবকিছুই করব।' 

'এতে কে অপরাধী হলো, আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।'

সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে।

এ ছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


   

About

Popular Links

x